18 April 2020 , 5:08:28 প্রিন্ট সংস্করণ
ডেস্ক রিপোর্ট: যশোরের চৌগাছায় জীবাণুনাশক স্প্রে মেশিনের মধ্যে অভিনব কায়দায় ফেনসিডিল পাচারকালে সোহেল রানা (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের বাজেখড়িঞ্চা গ্রাম থেকে তাকে আটক করা হয় । এসময় তার পিঠে থাকা স্প্রে মেশিনের ড্রাম থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। আটক সোহেল ঝিকরগাছা উপজেলার কায়েমকোলার জয়রামপুর গ্রামের বাসিন্দা। চৌগাছা থানার ভারপ্রাপ্ত ককর্মকর্তা (ওসি) রিফাত খান রাজীব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাজেখড়িঞ্চা গ্রামে অভিযান চালালে ওই ব্যক্তি নিজেকে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বেচ্ছাসেবী হিসেবে জীবাণুনাশক স্প্রে করছে বলে জানান। এ সময় তাকে তল্লাশি করলে ওই স্প্রে মেশিনের ড্রামের মধ্যে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান পুড়াপাড়া বাজার থেকে ফেনসিডিলের চালান নিয়ে যাচ্ছিলেন তিনি। ওসি আরও বলেন, এ ঘটনায় চৌগাছা থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।