বোরহানউদ্দিনে হামলায় আহত প্রাক্তন সেনাসদস্য পরিবারের পাশে বাংলাদেশ (অসকস)সংগঠনের নেতৃবৃন্দরা।

এম এইচ ফাহাদ-বিশেষ প্রতিনিধি।
ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে বাটামারা গ্রামের বাসিন্দা ও সাবেক সেনাসদস্য ল্যান্স নায়েক মোঃ শহিদুল ইসলাম গত শুক্রবার রাতে আনুমানিক ১০ টা ৩০ মিনিটে স্বপরিবারের স্থানীয় সন্ত্রাসী হামলার স্বীকার হন। বর্তমানে তিনি স্ত্রী সন্তানসহ ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঐ ঘটনায় আহত স্বামী ও সন্তানকে বাঁচাতে এসে হামলায় গুরতর যখম হন শহিদুল ইসলামের স্ত্রী মমতাজ বেগম।তিনি ভোলা মেডিকেলের সার্জারী ওয়ার্ডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
এদিকে সাবেক অবসরপ্রাপ্ত এই সেনাসদস্যর হামলার ঘটনার দেশের বিভিন্ন গনমাধ্যমে ও ভোলার স্থানীয় মিডিয়ায় সংবাদে প্রকাশিত হলে,তার পরিবারের সার্বিক চিকিৎসার খোজ খবর নিতে পাশে দাড়ান,বাংলাদেশ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কল্যাণ সংস্থার(অসকস)এর ভোলা জেলা শাখার নেতৃবৃন্দরা।
আজ রবিবার ১৯এপ্রিল ২০২০ইং তারিখ সকালে ভোলার বিভিন্ন উপজেলা থেকে আগত অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীদের নিয়ে গঠিত সংগঠন (অসকস) এর ভোলা জেলা শাখার সভাপতি কর্পোরাল মো: নুরে আলম এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল ভোলা সদর হাসপাতালে শহিদুল ইসলাম ও তার পরিবারকে দেখতে আসেন। এ সময় তারা তাদের চিকিৎসার বিভিন্ন দিক খোজ খবর নেন। এবং সন্ত্রাসী হামলায় আহত অবসরপ্রাপ্ত সেনাসদস্য শহিদুল ইসলাম সহ তার পরিবারের যেকোন প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি প্রদান করেন।
এসময় বাংলাদেশ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কল্যাণ সংস্থার কেন্দ্রীয় সভাপতি মোঃ হুমায়ুন কবির , সহ-সভাপতি সার্জেন্ট মোঃ শাহাবুদ্দিন এবং সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের নীতিনির্ধারক ও বিভিন্ন জেলার সভাপতি এক ভিডিও টেলি কনফারেন্সে আহত এই সেনা কর্মকর্তা এবং তার চিকিৎসার খোজ নেন। এবং বাংলাদেশ অবসরপ্রাপ্ত সকল সশস্ত্র বাহিনীর পক্ষ হতে তাদের আর্থিক সহয়তা করার কথাও জানান।
পরে ভোলা জেলা (অসকস) সভাপতি নুরে আলম এক বক্তব্য বলেন, দেশের লাল সবুজের পতাকা যারা সমুন্নত রেখে দেশের মানুষের সেবায় কাজ করে যাচ্ছে, আজ তাদের পরিবারের উপর এমন হামলা মেনে নেওয়া যায়না।তিনি অবসরপ্রাপ্ত শহিদুল ইসলাম সহ তার পরিবারের উপর হামলায় যারা জড়িতদের সকল আসামিদের গ্রেপ্তার দাবি করেন। এবং এব্যাপারে ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এর হস্তক্ষেপ কামনা করেন।
এসময় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী (অসকস) এর ভোলা সদর উপজেলা (অসকস) সভাপতি নুরুল ইসলাম সেন্টু (মিলিটারি), বোরহানউদ্দিন উপজেলার সদস্য অবসরপ্রাপ্ত কর্পোরাল হেলাল উদ্দিন নয়ন, ভোলা চরফ্যাশন উপজেলার অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ আকরাম, জেলা অসকস নেতা মোঃ নাসির উদ্দিন,এবং কর্পোরাল মোঃ আবদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে উক্ত হামলায় জড়িত আসামিদের গ্রেফতারের ব্যাপারে জানতে চাইলে বোরহানউদ্দিন থানার ওসি এনামুল হক জানান,হামলাকারীদের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে। যার মামলা নং ১২/২০। এবং এই ঘটনায় জড়িত সকল আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।