21 April 2020 , 7:05:04 প্রিন্ট সংস্করণ
লালমোহন প্রতিনিধিঃ
দৈনিক ভোলাটাইমস্::ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জনপ্রতিনিধিরা দূর্ণীতির উর্দে থাকতে হবে। গরীব, অসহায় ও দুস্থদের চাল আত্মসাৎ করা থেকে বিরত থাকতে হবে। সাধারণ মানুষের ভাগ্যন্নোয়নে কাজ করার মন মানসিকতা নিয়ে সমাজ সেবা করতে হবে।
বর্তমানে সারা বিশ্ব করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণে মহামারি মোকাবেলায় সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া খাদ্যসামগ্রী যথাযথভাবে কর্মহীন মানুষের ঘরে পৌছে দিতে হবে।
মঙ্গলবার সকাল ১০টায় লালমোহন উপজেলা আওয়ামীলীগ আয়োজিত সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে উপজেলার সকল জনপ্রতিনিধিদেরকে শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন।