র‌্যাব-৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে ১২০০ করোনা শনাক্তকারী কিট জব্দ

ভোলাটাইমস ডেস্ক: রাজধানীর রাজারবাগ ও নিকুঞ্জ এলাকায় মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে র‍্যাব- ৩ ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের যোগিতায় অনুমোদনহীন করোনা ভাইরাস পরীক্ষার কিট জব্দ করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত যেগুলি Expert Doctor er instruction ছারা ব্যবহার ভয়াভহ সমস্যা তৈরী করতে পারে।
র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে রাজারবাগের শহীদবাগ ও নিকুঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ম্যাজিস্ট্রেট পলাশ বসু বলেন, দুপুরে শহীদবাগের একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় দেখা যায়, ওষুধ প্রশাসনের অনুমতি ছাড়া কিট সংগ্রহ করেছিল। কিটগুলোর কোনো কোয়ালিটি asurance নাই। তারপরও তারা এসব কিট ব্যাক্তি পযায়ে বিভিন্ন অনলাইন মাধ্যমে সাপ্লাই দিচ্ছে। এগুলো জনসাধারণের জন্য জীবনহানিকর। অভিযানকালে তিন জনকে আটকের পর প্রত্যেককে দুই লাখ করে মোট ছয় লাখ টাকা জরিমানা এবং এক বছর ৯ মাস
করে বিনাশ্রম জেল দেয়া হয়েছে। জরিমানা অনাদায়ে আরো তিন মাসের জেল দেয়া হয়েছে।

পলাশ বসু জানান, নিকুঞ্জ ২ নম্বরের ২০ নম্বর রোডের একটি বাড়িতে আরও একট অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ৯০০ পিস অনুমোদনহীন করোনা টেস্টিং কিট ও বেশ কিছু নকল মাস্ক ও গ্লাবস জব্দ করা হয়েছে। আটক করা হয় দুজনকে। তাদের প্রত্যেককে ১ বছর ৯ মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে। সেইসঙ্গে দুজনকে ৩ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরো তিন মাসের জেল দেয়া হয়েছে।

র‍্যাবের এই অভিযান অব্যাহত থাকবে।