দৈনিক ভোলা টাইমস্ঃঃ ভোলার চরফ্যাশন উপজেলা সরকারিচাল চুরির নয়া কৌশল শুরু হয়েছে। বস্তা পরিবর্তন করে চাল চুরি করা হয়েছে। নির্বাহীম্যাজিষ্ট্রেট সাড়ে ৯ বস্তা সরকারি চাল জব্দ করেছেন। সরকারি বস্তার পরিবর্তে নুরজান নামকবস্তার লেভেল লাগিয়ে বিক্রি করছে। জানা যায়, সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতেওচমানগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কাশেমের বাড়ী থেকে এই চাল জব্দ করা হয়।
ওয়ার্ড মেম্বারইব্রাহীম বলেন, চাল গুলো সরকারি তবে কোথায় থেকে আসছে তা আমার জানা নেই। ওই বাড়ীরগৃহবধূ বলেন, চাল গুলো আমরা আবু তাহের বেপারীর কাছ থেকে ক্রয় করছি। স্থানীয় আবুলকাশেম মোল্লা বলেন, সরকারি চাল গুলো গরীবে পায়না ভিত্তবানগন চাল গুলো ক্রয় করে নিয়েযায়। খাদ্য গুদাম থেকে বেপারীগন টনে টনে চাল ক্রয় করেন।সরকারি চাল কিভাবে তারা ক্রয় করেনতা জানার বাহিরে।
সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিপন বিশ্বাস বলেন,গোপন সংবাদের ভিত্তিতে আমরা চাল জব্দ করছি। চাল সরকারি না অন্য তা ফুড অফিস বলতেপারবে।