24 May 2021 , 4:36:54 প্রিন্ট সংস্করণ
ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দিদারুল আলম ওরফে দিদার হাওলাদার (৪৩) এর বিরুদ্ধে এক নারীর কাছ থেকে ব্যাংকের চেক দিয়ে ৭ লক্ষ টাকা ধার নিয়ে আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। সেই আত্মসাতের টাকা চাওয়ায় ইভানা নামের ওই নারীকে গলায় রশি পেচিয়ে হত্যার চেষ্টা চালায় অভিযুক্ত দিদার হাওলাদার। এমন অভিযোগ করেন পক্ষিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের শাহজাহান মিয়ার মেয়ে ভুক্তভোগী ইভানা ইসলাম। এ ঘটনায় ইভানা ইসলাম বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেন। মামলার সুত্রে জানা যায়, মামলার বাদী ইভানা ইসলাম ও আসামি দিদারুল আলম পাশাপাশি ইউনিয়নের লোক।
তারা দু জন আত্মীয় হয়। তাই তাদের মধ্যে সু সম্পর্ক থাকার সময় মামলার বাদীর কাছ থেকে নগদ ৭ লক্ষ টাকা ধার নেয় মামলার আসামি দিদারুল ইসলাম । সঠিক সময়ে টাকা পরিষদ না করায় তাদের মধ্য মনমালিন্য সৃষ্টি হয়। তাহাতে আসামি দিদারুল ইসলাম মামলার বাদিকে ক্ষতি সাধন করার চেষ্টা করে। গত ১৬-০৫-২০২১ ইং তারিখ রাত আনুমানিক ৭ টা ৫০ মিনিটে রিক্সা যোগে বাদীর নিজ বাড়িতে যাওয়ার সময় পলিটেকনিক্যাল কলেজের পূর্ব পাশে পৌছালে আসামি দিদারুল আলম সহ আরো অজ্ঞাত নামা ২/৩ জন তাহাকে এলোপাথাড়ি কিলঘুষি মারিয়া ফুলা জখম করে। কাপড় টানাহেঁচড়া করিয়া শ্লীলতাহানি করে। এবং মামলার আসামি দিদারুল ইসলাম একটি রশি দিয়ে মামলার বাদীর গলায় পেচিয়ে শ্বাস রোধ করিয়া হত্যার চেষ্টা চালায়। ভুক্তভোগী ইভানা ইসলাম ও তার পরিবারকে মিথ্যা মামলা ও হামলাসহ বিভিন্ন হয়রানি করার হুমকি প্রদান করে দিদারুল ইসলাম। অভিযুক্ত দিদারের কাছে মোবাইল ফোনে জনতে চাইলে তিনি বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা।বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল আমিন (বিপিএম) জানান, থানায় মামলা হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। মামলা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।