22 April 2020 , 6:46:36 প্রিন্ট সংস্করণ
চরফ্যাশন প্রতিনিধি,
দৈনিক ভোলাটাইমস্:: জমিজমা ও রাজনৈতিক প্রতিহিংসার আগুনে পুড়ে ছাই হয়ে গেল জমিজমার দলিল
দস্তাবেজ. গভীর রাতে ঘরের মধ্য থেকে আগুনের টের পেয়ে ডাকচিৎকার দিলে এলাকাবাসী আগুন নিভাতে সক্ষম হয়. এসময় আগুন নিভাতে গিয়ে ফজলুর রহমানের দুই হাত আগুনে পুড়েছে.রাতেই ফজলুর রহমানের চিকিৎসার জন্য চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে. গত ১৮ এপ্রিল গভীর রাতে চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক ফজলুর রহমানের বাড়ীতে এঘটনাটি ঘটেছে.এ ব্যাপারে ফজলুর রহমান বাদী হয়ে দক্ষিণ আইচা থানায় বিএনপির সমর্থিত ছুট্টু মেম্বারের দলবলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ সুত্রে থানার অফিসার ইনচার্জ জানান. অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন তৈরির কাজ চলমান রয়েছে.ফজলুর রহমান আরো জানান দুবৃত্তদের সাথে আমাদের রাজনৈতিক ও জমিজমা বিরোধ রয়েছে. ইতিপুর্বে তারা আমাদেরকে হুমকি দিয়ে আসছিল. এলাকাবাসী বেশ কয়েক বার মিমাংসার চেষ্টা করে ও সমাধান করতে পারেনি ফজলুর রহমানের সাথে আালাপ করলে তিনি জানান. থানায় অভিযোগ করে আমরা নিরাপত্তা হীনতায় ভুগছি।