লালমোহনে করোনা প্রতিরোধে ট্যাগ অফিসারদের মাঝে ফেস শিল্ড বিতরণ

লালমোহন প্রতিনিধি:
ভোলার লালমোহনে খাদ্য বান্ধব কর্মসূচী, ভিজিডি,ভিজিএফ এবং ওএমএস এর চাল বিতরণের দায়িত্বে
থাকা ট্যাগ অফিসারের মাঝে ফেস শিল্ড বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে
করোনা ভাইরাস প্রতিরোধে প্রায় ৪৫ জন ট্যাগ অফিসারের মাঝে এসব ফেস শিল্ড তুলে দেন ভোলা-৩
আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। এর আগে করোনার প্রভাবে গৃহবন্দি কর্মহীন জনগনের
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল কৃষি কর্মকর্তাদের
নিয়ে দিক নির্দেশনামূলক আলোচনা, উত্তরণ ও বর্তমান খরিফ-১ মৌসুমের কর্মপরিকল্পনা বাস্তবায়ন
নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ
হাসিনা কৃষকদের ভাগ্যন্নোয়নে নিরলসভাবে কাজ করছেন। কৃষকদের সরকারীভাবে বিভিন্ন সুযোগ-
সুবিধা দিয়ে সমৃদ্ধশালী করেছেন। কৃষকরাই দেশের উন্নয়নে সর্বোচ্চ অবদান রাখছেন। কৃষক বাঁচলে,
বাঁচবে দেশ।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী
কর্মকর্তা হাবিবুল হাসান রুমি, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, কৃষি কর্মকর্তা এএফএম শাহাবুদ্দিন প্রমুখ।