জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ হয়ে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সক্ষম হবে : এমপি শাওন।

সাদির হোসেন রাহিম।।,

ভোলা ৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে একাত্তরে আমরা স্বাধীনতা অর্জন করেছি আর জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে করোনা ভাইরাস সংক্রমণের বিরুদ্ধে কার্যকরী প্রতিরোধ গড়ে তুলে দেশের মানুষকে সুরক্ষিত রাখবে।

বৃহস্পতিবার তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মাঝে পিপিই বিতরণ কালে তিনি একথা বলেন। তিনি আরও বলেন আমি ইতিপূর্বে সকল দূর্যোগে লালমোহন তজুমদ্দিন বাসীর পাশে ছিলাম, আজও আছি ভবিষ্যতেও থাকতে চাই। অনুষ্ঠান শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের মাঝে মাস্ক তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন ভোলার সিভিল সার্জন রতন কুমার ঢালী, উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল, উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফুল ইসলাম, আওয়ামী লীগ সভাপতি ফকরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা বেগম, ওসি এস এম জিয়াউর রহমান, ডাঃ কবির সোহেল, অধ্যক্ষ হেলাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ।