27 May 2021 , 4:09:02 প্রিন্ট সংস্করণ
ইউসুফ হোসেন নিরব ॥
দৈনিক ভোলা টাইমস্ :: ভোলায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে আনা হলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। নিহতরা হলেন, মো. আজিজুল ইসলাম (৪০), মো. মিরাজ (৩০) ও মো. সোহাগ (১২)। তারা সবাই ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের কমরউদ্দিন গ্রামের বাসিন্দা। আহতরা হলেন ইমন ও ইউসুফ। বৃহস্পতিবার (২৭ মে) বেলা ৩টার দিকে ভোলা-চরফ্যাশন সড়কে ঘুইংগারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে দুর্ঘটনার পর থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। এতে সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।পরিস্তিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে উদ্ধার কাজ করছে। স্থানীয়রা জানান, ভোলা বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে চরফ্যাশনের উদ্দেশে রওনা হয় যাত্রীবাহী বাস বিসমিল্লাহ পরিবহন। ভোলা সদরের ঘুইংগারহাট বাজারে আসলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে কমরউদ্দিন থেকে ভোলা সদর হাসপাতালগামী একটি অটোরিক্সাকে চাপা দেয়। পরে সেখানেই ভোলাগামী একটি বোরাককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, স্থানীয়রা বাসটি আটক করেছেন। তবে তার আগেই চালক পালিয়েছেন।