29 May 2021 , 4:57:46 প্রিন্ট সংস্করণ
“যদি হই রক্তদাতা জয় করবো মানবতা”
এই শ্লোগানকে সামনে রেখে পশ্চিম ইলিশা ৬ নং ওয়ার্ড চর পাংগাশিয়া যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘ এর উদ্যোগে
ইসলামিয়া আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের সচেতনতা মূলক করণ কর্মসূচির আয়োজন করা হয়েছে উক্ত সভায় মূল বিষয়বস্তু ব্লাড গ্রুপ ক্যাম্পেইন রক্তদানে সচেতনতা করণ বাল্যবিয়ে প্রতিরোধ ও মহামারী করোনাকালীন সময়ে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা যথাসময়ে নখ কাটা ঘনঘন সাবান পানি দিয়ে হাত ধোয়া,
ঘর থেকে বাইরে বেরোলেই মাক্স পরিধান করা দূরত্ব বজায় রাখা ও নিজ বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখা, যাতে বাসা বাড়িতে জমিয়ে থাকা পানিতে এডিস মশা জন্ম না নিতে পারে সে জন্য সচেতনতা মূলক পরামর্শ দেওয়া হয়।
এ সময় যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘ এর সভাপতি আক্তার হোসেন বলেন যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘ আধুনিক সমাজ গঠন ও আত্মমানবতার সেবায় প্রতিজ্ঞাবদ্ধ এ সময় আরো উপস্থিত ছিলেন যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘ এর সভাপতি আক্তার হোসেন সহ-সভাপতি নাঈম শেখ, সহ-সভাপতি জিয়াদুল ইসলাম, সহ-সভাপতি মিজান মাঝি ও সিনিয়র সদস্য ফজলে রাব্বি, দপ্তর সম্পাদক রাসেল সহ বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, চলো আমরা সকল শিক্ষার্থী আজ থেকে সোচ্চার হই যে বাংলাদেশ ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে সেই দেশে রক্তদানের অভাবে যেন অকালে ঝরে না পরে কোন অসহায় মুমূর্ষু রোগীর প্রাণ। আসুন আমরা রক্তদানে সোচ্চার হই। শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন যদি কারো রক্তের প্রয়োজন হয় অন্তত এক দিন আগে আমাদেরকে জানিয়ে রাখবেন আমরা রক্তদানে অসহায় ও মুমূর্ষু রোগীর জন্য সর্বদা প্রস্তুত আছি এবং ভবিষ্যতেও থাকবে যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘ।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন আপনারা জানেন যে উক্ত সংগঠন প্রতিষ্ঠা লগ্ন থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে আধুনিক সমাজ গর্বে তাই উক্ত সংগঠনটিকে এগিয়ে যেতে ব্লাড ডোনার হিসাবে সাথে থাকতে অনুরোধ জানিয়েছেন সকল শিক্ষার্থীকে।
তিনি আরও বলেন যদি আমাদের এক ব্যাগ রক্ত দানে বেঁচে যায় মুমূর্ষু রোগীর প্রাণ তবে কেনো আমরা করব না স্বেচ্ছায় রক্তদান