দৈনিক ভোলা টাইমস্ :: ভোলা জেলা পুলিশ এর আয়োজনে গতকাল রবিবারসকাল ১০.০০ ঘটিকায় পুলিশ লাইন্স মাঠে ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের সভাপতিত্বেও অতিরিক্ত পুলিশ সুপার (চরফ্যাসন সার্কেল)শেখ সাব্বির হোসেনের সঞ্চালনায় এপ্রিল/২০২১ইং মাসের মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধপর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার উপস্থিত পুলিশ সদস্যেদের পেশাদারিত্বেরসাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন। তিনি মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, আইনশৃংখলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রন, বিট পুলিশিং, সাইবার বুলিং, কিশোর গ্যাং, নারীর প্রতিডিজিটাল ভায়োলেন্স ও করোনা ভাইরাস সম্পর্কিত সামাজিক জনসচেতনতা বৃদ্ধি সংক্রান্তে উপস্থিতপুলিশ সদস্যদের বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন। এ সময় লালমোহন থানার (ওসি) মোঃ মাকসুদুর রহমান মুরাদকেবেস্ট অফিসার ইনচার্জ নির্বাচিত সহ সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনকারী জেলা পুলিশেরসদস্যদের সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করেন জনাব সরকার মোহাম্মদ কায়সার, পুলিশসুপার, ভোলা। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোহাম্মদ আবুলকালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ মহসিন আল ফারুক, অতিরিক্তপুলিশ সুপার (লালমোহন সার্কেল) জনাব মোঃ রাসেলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদরদপ্তর) জনাব মোঃ আব্বাস উদ্দিন, সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিশ) দেবজিত পাল, সহকারিপুলিশ সুপার (শিক্ষানবিশ) কপিল দেব গাইন, সকল থানার অফিসার ইনচার্জগন, আর আই পুলিশলাইন্স, ভোলা সহ জেলা পুলিশের সকল পর্যায়ের অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন। ছবি ৫