দৌলতখানে ছাত্রলীগের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ!

এম এইচ ফাহাদ,
দৈনিক ভোলাটাইমস্:করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কর্মহীন অসহায় ও শ্রমজীবী মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়ন ছাত্রলীগ।

শুক্রবার (২৪ এপ্রিল) উপজেলার চরপাতা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকরাম হোসেন সজীব এসব খাদ্যসামগ্রী অসহায় ও শ্রমজীবী মানুষের মধ্যে বিতরণ করেন।

এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন, দৌলতখান উপজেলা ছাত্রলীগ সভাপতি মোতালেব হোসেন সবুজ, সম্পাদক কামাল পারভেজ, চরপাতা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. সিদ্দিক শরীফ, বিশিষ্ট ব্যবসায়ী নান্নু মিয়া ফরাজী, উপজেলা যুবলীগ সহসভাপতি মিজানুর রহমান, উত্তর জয়নগর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আরিফুর রহমান, সম্পাদক মিরাজ হোসেন প্রমূখ।

এ প্রসঙ্গে দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইকরাম হোসেন সজীব বলেন, ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলের নির্দেশনায় চরপাতা ইউনিয়নে অসহায় ও শ্রমজীবী ৬০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী (চাল, ডাল, পিয়াজ ও তেল ইত্যাদি) বিতরণ করা হয়েছে।
দেশের যেকোন পরিস্থিতিতে ছাত্রলীগ মানুষের পাশে থাকে। তারই ধারাবাহিকতায় আমরা চরপাতা ইউনিয়ন ছাত্রলীগ, আমাদের দায়িত্বশীলতা ও দায়বদ্ধতাকে মাথায় রেখে মানুষের পাশে থাকার চেষ্টা করছি। ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুলের নির্দেশেই ছাত্রলীগ এভাবেই গণমানুষের পাশে দাঁড়াবে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।