24 April 2020 , 3:51:43 প্রিন্ট সংস্করণ
জসিম রানা,
দ্বীপ জেলা ভোলায় এই প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত দুই জন রোগী শনাক্ত হয়েছেন। শুক্রবার সকালে ভোলার সিভিল সার্জন রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করেছেন। এদের মধ্যে একজন সাড়ে ৮ বছরের কন্যা শিশু। তার বাড়ি জেলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে। অপর জন মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ২২ বছরের এক যুবক। এদিকে ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় আজ শুক্রবার সকালে ওই এলাকার ১৬টি বাড়ি লক ডাউন করেছেন উপজেলা প্রশাসন।
মনপুরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্ত ডাক্তার মাহমুদুর রশিদ জানান, করোনা আক্রান্ত যুবক ঢাকা থেকে কয়েক দিন আগে আসায় খবর পেয়ে তারা সন্দেহবশত তার নমুনা সংগ্রহ করে বরিশাল পাঠানো হয়। তার ও নমুনা রির্পোট পজেটিভ আসে। ওই যুবক পেশায় একজন হোটেল শ্রমিক। তার কোন উপসর্গ ছিলো না। বর্তমানে তিনি ভালো আছেন। তাকে একটি কলেজে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রাখা হয়েছে। মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস জানান, তারা মনপুরার ৯ বাড়ি লক ডাউন করেছেন।
অপর দিকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহমুদুর রশীদ জানান, কাচিয়া ইউনিয়নের সাড়ে ৮ বছরের এক মেয়ে শিশু ২ দিন আগে জ্বর, সর্দি উপসর্গ নিয়ে হাসপাতালে এসে নমুনা দিয়ে যায়। বর্তমানে তার হালকা জ্বর রয়েছে। গত কয়েক দিন আগে সে বোরহানউদ্দিন পৌর ১ নং ওয়ার্ডে মামা বাড়িতে বেড়াতে যায়। প্রাথমিক ভাবে তার বাড়ির একটি কক্ষে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তার অবস্থা ভাল । বোরহানউদ্দিন থানার ওসি এনামুল হক জানান,তারা ওই শিশুর সংস্পর্শে আশা ৭ বাড়ি আজ সকালে প্রশাসন লক ডাউন করেছেন। এদিকে গত ২৪ ঘন্টায় নমুন আরো ১০৮ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ নিয়ে মোট ১১৯৭ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হলো। এদের মধ্যে ৬৮৯ জনের মেয়াদ শেষ হয়েছে। বর্তমানে ৫০৮ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। অন্যদিকে ২৫৫ জনের নমুনা এ পর্যন্ত পরীক্ষার জন্য বরিশাল ও ঢাকায় পাঠানো হয়েছে। তার মধ্যে ২২৪টি রির্পোট এসেছে। তার মধ্যে ২টি পজেটিভ ও ২২২টি নেগেটিভ।