বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে হোমনা-গৌরীপুর সড়কের মৌটুপী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন— উপজেলা মজিদপুর গ্রামের শ্রী নারায়ণ দাস (৪২) ও শ্রী লক্ষণ দাস (৪৫)।আহতরা হলেন— একই গ্রামের শ্রী গোপাল দাস, শ্রী নির্মল দাস, শ্রী বলাই দাস ও অটোরিকশাচালক কবির হোসেন। তাদের মধ্যে দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে।পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সিএনজিচালিত অটোরিকশায় ভোর ৪টার দিকে উপজেলার কাকিয়াখালী গ্রামে পাঁচ মৎস্যজীবী দাউদকান্দির গৌরীপুর বাসট্যান্ড মাছের আড়তে যাচ্ছিলেন।মৌটুপী নামক স্থানে পৌঁছলে (ঢাকা-মেট্রো ন ১৩-৯৩৩০) একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশায় ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মৎস্যজীবী নিহত ও চারজন গুরুতর আহত হন।
তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর পিকআপটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছে।