দৈনিক ভোলা টাইমস্ :: জলবায়ু পরিবর্তন শীর্ষক অভিযোজন কর্মপরিকল্পনা ওআয়ব্যায় খাত সম্পৃক্ত করণ সভা সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান ও বিশেষ অতিথি ছিলেন রায়হানুল হক।
ভেদুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম এর সভাপতিত্বে বাজেট নিয়ে আলোচনা করেন মাধ্যমিক শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম, সদর রেঞ্জ কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম,কোষট ফাউন্ডেশনের উধতন কর্মকর্তা রাশিদা বেগম, রাজিব ঘোষ,হারুনুর রশিদ,ভেদুরিয়া আওয়ামীলীগ সম্পাদক আব্দুল হাই মাষ্টার, জলবায়ু ফোরাম সদর উপজেলা সভাপতি মোকাম্মেল হক মিলন ও ভেদুরিয়া ইউনিয়ন সচিব এম নিয়াজ মোর্শেদ,, সহ ইউনিয়ন পরিষদ সদস্য, মহিলা সদস্য ও সাংবাদিক প্রমুখ।
এবার জলবায়ু পরিবর্তনের কারণে বিষয় গুলো নিয়ে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।