ভোলার বোরহানউদ্দিনে পঙ্গু বড় ভাইয়ের বসত ঘর দখলের উদ্দেশ্যে ছোট ভাইয়ের হামলায় আহত দুই । গতকাল রাত ৯.৩০ মিনিটে বোরহানউদ্দিন উপজেলার পৌর ৫ নং ওয়ার্ডের শান্তি পাড়ায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সোহগের নেতৃত্বে পঙ্গু সাংবাদিক সামছুদ্দিন রকেট এর ছোট ভাই গিয়াসউদ্দিন এ হামলা চালায়। জানা যায়, পুর্ব থেকেই পঙ্গু সাংবাদিক সামছুদ্দিন এর ছোট ভাই গিয়াসউদ্দিন এর সাথে জমি জমা নিয়ে বিরোধ চলে আসতেছে।
পঙ্গু সাংবাদিক সামছুদ্দিন রকেট এর বসত ঘরসহ দখলীয় জমি নিয়ে কোর্টে ১৪৫ ধারায় মামলা চলমান রয়েছে। কোর্টের আদেশ মোতাবেক সামছুদ্দিন রকেট তার বসত ঘরের সকল কার্যক্রম স্থগিত করে রেখেছেন। কিন্তু তার ছোট ভাই কোর্টের আদেশ অমান্য করে জমি দখলের উদ্দেশ্যে হটাৎ করেই ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে এবং ঘরের আসবাবপত্র ভাংচুর করে ঘরের টিন খুলে নিয়ে যান এবং পঙ্গু সামছুদ্দিন রকেট এবং তার ছেলে ইরফান উদ্দিন সাকিলকে সহ পরিবার এর লোকজনের উপর অতর্কিত হামলা চালায় এবং অকত্যভাষায় গালিগালাজ করেন। পঙ্গু সামছুদ্দিন রকেটের হাতে থাকা ক্রাচ ছিনিয়ে নিয়ে ক্রাচ দিয়ে মাথায় আঘাত করে দুই জন কে আহত করেন গিয়াসউদ্দিন ।
তারপর প্রমাণ যেন না থাকে সে জন্য আবার ক্রাচ পুকুরে ফেলে দেন গিয়াসউদ্দিন। আহত পঙ্গু সামছুদ্দিন রকেট বর্তমানে বোরহানউদ্দিন হাসপাতালে পুরুষ ৩নং ওয়ার্ডে ভর্তি আছেন। এব্যাপারে বোরহানউদ্দিন থানার ওসি বলেন, অভিযোগ পেয়েছি তদন্দ সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে । এঘটনায় দৈনিক ভোলা টাইমস্ পরিবার, ভোলা জেলা অনলাইন প্রেসক্লাব সহ সকল সাংবাদিক বৃন্দ তীব্র নিন্দা জানিয়েছেন এবং আসামীদের যেন দ্রুত আইনের আওতায় আনা হয় সে দাবি জানান।