
ভোলার তজুমুদ্দিন উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রচার-প্রচারণা আবারও জমে উঠেছে। আগামী ২১ই জুন (সোমবার) উপজেলার তিন ইউনিয়ন—চাঁদপুর, শম্ভুপুর ও চাঁচড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উপজেলার বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা যায়, গত কয়েক দিন ব্যাপকহারে নির্বাচনী প্রচারণা, মাইকিং ও পোস্টার লাগানো কাজে ব্যস্ত সময় পাড় করছেন প্রার্থীরা। আবার প্রার্থীরা উঠান বৈঠক,সীমিত পরিসরে জনসভা ও হোন্ডা মোহরার মাধ্যমে প্রচারণা চালিয়ে যাচ্ছে। স্থানীয় হাট-বাজার গুলোতে নির্বাচনী হাওয়া জমজমাট রয়েছে, যা বেশ চোঁখে পড়ার মতন। ভোটের জম-জমাট প্রচারণার বিষয়ে ৪নং চাঁচড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ‘রিয়াদ হোসেন হান্নান’ দৈনিক ভোলা টাইমস্-কে জানান, প্রতি বাড়িতে ও জনসমাগম পয়েন্টে পোস্টার লাগানোর কাজ সম্পন্ন করেছি। প্রতিদিন সকাল হতে রাত পর্যন্ত ভোটারদের কাছে গিয়ে ভোট চাচ্ছি। জনগনের যে পরিমান সাড়া, সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে ইনশাল্লাহ আমি বিপুল ভোটে জয়ী হবো। অন্যদিকে ৩নং চাঁদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড থেকে তালা প্রতীক নিয়ে মেম্বার পদপ্রার্থী আবুল কালাম (নান্নু) পন্ডিত বলেন, এতিমধ্যে আমি আমার এলাকায় ব্যাপক হারে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছি। এলাকার উন্নয়ন ও জনগনের পাশে দাড়াতে ভোটারদের কাছে কাছে দোয়া চাচ্ছি ও ব্যাপক সাড়া পাচ্ছি।
উল্লেখ্য, এর আগে মহামারী করোনা প্রকোপ বাড়তে থাকায়, গত ১ই এপ্রিল প্রথম ধাপের ৩৭১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেন নির্বাচন কমিশন (ইসি)। পরে ২ই জুন নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেন আগামী ২১ই জুন সম্পূর্ন করবে ইউপি নির্বাচন।
উক্ত ইউপি নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে সকল ধরনের প্রস্তুতি গ্রহন করছে উপজেলা নির্বাচন অফিস।