ভোলারলালমোহনে জুনায়েদ (০৫) নামের শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকালে উপজেলারসোনাবাজার এলাকার বজলু মাষ্টার বাড়ির পুকুর থেকে এ লাশ উদ্ধার করা হয়। শিশুটি স্থানীয়লোকমানের ছেলে। স্থানীয় সুত্রে জানাগেছে, প্রায় ২ মাস আগে শিশুটির মা’কে ডির্ভোস দিয়েবাবা লোকমান হোসেন চট্টগ্রামে চলে যায়। এ কারনে ডির্ভোসী মায়ের সাথে শিশুটি নানাবাড়িতে থাকতো। বুধবার সকাল থেকে শিশুটির খোঁজ পাচ্ছিলনা মা ও নানার পরিবারেরলোকেরা। খোঁজাখুঁিজর এক পার্যায়ে বাড়ির পাশে বজলু মাষ্টারদের পুকুর ঘাটে ডুবন্তশিশুটকে দেখতে পায় স্থানীয়রা।
পরে মা এবং নানার পরিবার খবর পেয়ে শিশুটির মরদেহ উদ্ধারকরে। লালমোহন থানার এসআই সেলিম হোসেন জানান, লাশ উদ্ধার করা হয়েছে এবং শিশুটিরবাবা লোকমান হোসেন চট্টগ্রাম থেকে এলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।