10 June 2021 , 9:50:36 প্রিন্ট সংস্করণ
ভোলার বোরহানউদ্দিনে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দাম রাখা এবং বোতলজাত তেলে বিএসটিআই নির্দিষ্ট স্টিকার তুলে বেশি দামে বিক্রি করায় ৬ প্রতিষ্ঠানকে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে বোরহানউদ্দিন বাজার এলাকায় বাজার তদারকি অভিযানে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান। তিনি বলেন, আজ বোরহানউদ্দিনে বাজার তদারকির অভিযান পরিচালনা করা হয়।
এসময় সরকার কর্তৃক নির্ধারিত দামের চেয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম বেশি রাখায় এবং বিএসটিআইর নির্দিষ্ট স্টিকার তুলে বেশি দামে বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ধারার লঙ্ঘন ঘটায় ৬ প্রতিষ্ঠানকে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।