ইকবাল হোসেন রাজু,
দৈনিক ভোলা টাইমস:: ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ড হইতে ৫০ পিস ইয়াবাসহ আঃ রহিম (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (১১ জুন) বিকালে পশ্চিম ইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বয়াতি হাট এলাকা হইতে তাকে আটক করা হয়। মাদক ব্যবসায়ী আঃ রহিম রাজাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চরমনসা গ্রামের মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারীর ছেলে। ভোলা সদর মডেল থানা সূত্রে জানায়, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এর নির্দেশে, ওসি ডিবি শহিদুল ইসলাম এর তত্বাবধানে, এস আই মোঃ আসাদুজ্জামান খান ও সংগীয় ফোর্সের বিশেষ অভিযান পরিচালনা কারে মাদক ব্যবসায়ী আঃ রহিমকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।
মাদক ব্যবসায়ী আঃ রহিমের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।