প্রধানমন্ত্রীর কারা দিবস উপলক্ষে ভোলা জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে আলোচনা সভা দোয়া মিলাদ অনুষ্ঠিত

গত ১১ ই জুন শুক্রবার ভোলা জেলা আওয়ামীলী মৎস্যজীবী লীগ এর উদ্যোগে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারা দিবস উপলক্ষে আওয়ামী লীগের এর দলীয় কার্যালয়ে আলোচনা সভা মিলাদ ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছ উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা জেলা আওয়ামী মৎস্যজীবী লীগে এর সদস্য সচিব জনাব হাসান আলি খান এক বিবৃতিতে তিনি বলেন তৎকালীন ২০০৮ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অ্যারেস্ট করা হয়েছিল তখন বাংলাদেশ আওয়ামী লীগে এর অঙ্গ সংগঠন এর নেতৃত্বে এবং চাপের মুখে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে মুক্ত করতে বাধ্য করা হয়েছিল।

তিনি আরো বলেন বাংলাদেশ আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করার জন্য আওয়ামী মৎস্যজীবী লীগ অতীব জরুরী এবং আমাদের নেতা ভোলার গর্ব আলহাজ্ব জনাব তোফায়েল আহমেদ এমপি মহোদয়ের সুপারিশ ক্রমে ভোলা জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ কমিটি অনুমোদন হয় ভোলার অভিভাবক ভোলার গর্ব আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি মহোদয়কে লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে বলেন আওয়ামী মৎস্যজীবী লীগে এর ১৮ বছর প্রতিষ্ঠিত হয়েছে ভোলা সদর পৌর আওয়ামী মৎস্যজীবী লীগ কমিটি গঠন হয়নি, তাই ভোলা পৌর আওয়ামী মৎস্যজীবী লীগ এর কমিটি গঠন ও কার্যক্রম পরিচালনা ও ঘোষণা করা হয়েছে। এ সময় আওয়ামী মৎস্যজীবী লীগে এর পৌর কমিটির সভাপতি, মোহাম্মদ অলিউল্লাহ বলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মৎস্য বান্ধব সরকার ও ভোলার অভিভাবক আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি মহাদয়ের সুপারিশ ক্রমে আমাদের এই আওয়ামী মৎস্যজীবী লীগ প্রতিষ্ঠিত হয়েছে আমি আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি মহাদেবের প্রতি লাল গোলাপ শুভেচ্ছা জানাই।

আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ আবদুল হাসেম, যুগ্ন আহবায়ক মোহাম্মদ মাকসুদুর রহমান , মোহাম্মদ টিটু, মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম হাওলাদার, মোহাম্মদ নুরে আলম, মোহাম্মদ হাসনাইন সদস্য সচিব মোহাম্মদ মিজানুর রহমান, রাধারানী কর্মকার, আলো রানী কর্মকার সহ অন্যান্য নেতৃবৃন্দ।