25 April 2020 , 5:21:31 প্রিন্ট সংস্করণ
হাসান পিন্টু, লালমোহ প্রতিনিধি:
ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, করোনা ভাইরাস দূর্যোগ পরবর্তী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিনামূল্যে উন্নত সবজির বীজ ও সার বিতরণ করছি । করোনা ভাইরাস দূর্যোগ পরবর্তীতে যেন আমাদের ভোলা জেলা খাদ্যে সয়ংসম্পুর্ণ হয়ে পাশ্ববর্তী জেলা ও উপজেলায় রপ্তানি করা যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
তিনি বলেন, এসব সবজি ঘরের আঙ্গিনাসহ যেখানে জমি খালি থাকবে সেখানেই চাষ করতে হবে।
শনিবার সকালে লালমোহন কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এলাকার প্রান্তিক চাষীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বীজ ও সার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন।
উপজেলা কৃষি অফিসার এএফএম শাহাবুদ্দিন এর সভাপতিত্বে এসময় লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, যুগ্ম-সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র জাহিদুল ইসলাম নবীন, কাউন্সিলর সাইফুল কবীর, পশ্চিম চর উমেদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাজাহান বেপারী, সম্পাদক শহিদুল্লাহ সেলিম, যুবলীগের আহ্ববায়ক শাহিন মাতাব্বর প্রমূখ উপস্থিত ছিলেন।