20 June 2021 , 8:14:07 প্রিন্ট সংস্করণ
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় দ্বিতীয় পর্যায় ১৬টি পরিবার প্রধানমন্ত্রী’র দেয়া উপহার ঘরের চাবি হাতে পেলেন। রবিবার সকালে গণভবন হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে সারা বাংলাদেশে মুজিববর্ষ আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৫৩ হাজার ৩৪০ পরিবারের কাছে ঘর হস্তান্তর অনুষ্ঠানটি উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বোরহানউদ্দিন উপজেলা মিলনায়তনে সুবিধাভোগী ১৬টি পরিবারের হাতে ঘরের চাবি তুলে দেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ আলী আজম মুকুল এমপি। এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহি অফিসার মো. সাইফুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শোহেব, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ¦ রাসেল আহমেদ মিয়া প্রমূখ।