বোরহানউদ্দিনে ঘর পেল ১৬ ভূমিহীন পরিবার

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় দ্বিতীয় পর্যায় ১৬টি পরিবার প্রধানমন্ত্রী’র দেয়া উপহার ঘরের চাবি হাতে পেলেন। রবিবার সকালে গণভবন হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে সারা বাংলাদেশে মুজিববর্ষ আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৫৩ হাজার ৩৪০ পরিবারের কাছে ঘর হস্তান্তর অনুষ্ঠানটি উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বোরহানউদ্দিন উপজেলা মিলনায়তনে সুবিধাভোগী ১৬টি পরিবারের হাতে ঘরের চাবি তুলে দেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ আলী আজম মুকুল এমপি। এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহি অফিসার মো. সাইফুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শোহেব, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ¦ রাসেল আহমেদ মিয়া প্রমূখ।