দৈনিক ভোলা টাইমস্ঃঃ
ঢাকা: হঠাৎ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাড়ার কারণে বিশেষ করে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়ায় বিভিন্ন জেলার সঙ্গে রাজধানীর যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে সরকার। ২২ জুন সকাল থেকে ৩০ জুন পর্যন্ত বিচ্ছিন্ন থাকবে ঢাকা।
চাঁদপুর যাওয়ার উদ্দেশে পরিবার নিয়ে সদরঘাট লঞ্চ টার্মিনালে আসেন আবুল খায়ের। তিনি বলেন, ঢাকা থেকে চাঁদপুরের লঞ্চও যে বন্ধ জানতাম না। মনে করেছিলাম শুধু নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে লঞ্চ চলাচল বন্ধ।
সদরঘাট টার্মিনাল বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সদরঘাট থেকে কোনো লঞ্চ ছাড়বে না।