ভোলা ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এমপি’র সাথে মতবিনিমিয় করেছে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকেলে তার লালমোহনস্থ বাস ভবনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় বাংলাদেশ বেসরকারী শিক্ষক-কর্মচারী ফোরামের কেন্দ্রীয় সভাপতি সাইদুল হাসান সেলিমের নেতৃত্বে উপস্থিত ছিলেন আলীনগর স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ হুমায়ুন কবির কামাল, চরসামাইয়া বন্ধুজন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন, ভোলা জেলা শিক্ষক-কর্মচারী ফোরামের সাধারণ সম্পাদক মেহেদি হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলুর রহমান রিপন, শিক্ষক নেতা মোঃ জুয়েল হাওলাদার, আব্দুল্লাহ আন নোমান, মোঃ নাসির উদ্দিন, মোঃ শাহাবুদ্দিন সেলিম, মোঃ কামাল হোসেন ফরাজী, আব্দুস সহিদ তালুকদার, মাওলানা মোঃ ফারুক, মোঃ জোমাম্মেল হক, কামাল হোসেন, মেজবাহ উদ্দিন সোহেল প্রমূখ। এ সময় বেসরকারী মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দুঃখ, দুর্দশা তুলে ধরে শতভাগ উৎসব ভাতা, ৪৫% বাড়ী ভাড়া, চিকিৎসাভাত ১৫০০ টাকাসহ চাকুরী জাতীয় করণের দাবী উত্থাপন কনের বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইদুল হাসান সেলিম।
মতবিনিময় শেষে একটি স্মারকলিপি প্রদান করেন শিক্ষক-কর্মচারী ফোরামের নেতৃবৃন্দ। সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে এবং মহান সংসদে শিক্ষকদের ন্যায্য দাবী উত্থাপন করবেন বলে তিনি নেতৃবৃন্দকে আশ্বাস প্রদান করেন।