ভোলার চরফ্যাশন উপজেলার জিন্নাগর ইউনিয়নে করোনায় ক্ষতিগ্রস্ত ১২৫ পরিবারকে ২ হাজার টাকা করে ২ লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করেছেন জিন্নাগড় ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হোসেন মিয়া।
বুধবার ২৩ জুন সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের উপস্থিতিতে এই টাকা বিতরণ করা হয়। জিন্নাগড় ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হোসেন মিয়া বলেন, করোনায় যে সকল পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছেন সরকার তাদের পরিবারকে ২ হাজার টাকা করে দিয়েছেন। করোনাকালীন সময়ে প্রয়োজনের বাইরে ঘর থেকে বের হবেন না এবং বের হলে ও মাক্স ব্যবহার করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার মোঃ কামাল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন