রাজশাহীতে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ। তাদের বিরুদ্ধে মসজিদ ভাঙচুর হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা সংবাদ প্রচার করে সাম্প্রদায়িক বিষয়ে উস্কানি দেওয়ার অভিযোগে মামলা হয়েছে।
শুক্রবার (২৫ জুন) ভোরে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে দেশি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এছাড়া ঘটনার ব্যাপারে সংশ্লিষ্ট ভিডিও ফুটেজ জব্দ করা হয়েছে।
রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নগরীর রাজপাড়া থানার ডাবতলা এলাকা থেকে মনিরুল ইসলাম সুমনকে (৪০) গ্রেফতার করা হয়। পরে সাহেববাজার এলাকা থেকে অপর আসামি রেজাকে (৩৫) গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে রামদা ও হাঁসুয়া উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে এ ঘটনার ভিডিও ফুটেজ জব্দ করা হয়।
ওসি নিবারন চন্দ্র বর্মন আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানিয়েছেন, মিথ্যা সংবাদ ফেসবুকে প্রচার ও মাইকিং করে তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে দাঙ্গা বাধানোর চেষ্টা করেছিল।