সুমন মজুমদার ॥মানুষ সৃষ্টিরসেরা জীব আর প্রমান রাখতে হবে তার কাজ কর্মের মাঝে। যেকোন রোগ শোকে মানুষের পাশেদাড়িয়ে তার খোঁজ খবর নেয়া সাদ্যমত সহায়তা করলে নিজেকে ধন্য করা যায়।
কারণ ভোগে সুখনয, সুখতো ত্যাগে। অথচ আমরা প্রায়ই এটা ভুলে যাই। নিজেদের জমানো অর্থ দিয়ে একজনকিডনি রোগীর চিকিৎসা করতে সহায়তা করে এমন একটি ভালো কাজের নজির স্হাপন করলেনহাজারীগন্জ ইউনিয়নের কতিপয় যুবক। তারা জাগ্রত হৃদয় নামের একটি সংগঠন প্রতিষ্ঠা করেতার মাধ্যমে আত্নমানবেতার সেবা কাজ করে যাচ্ছেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে কিডনি জনিতসমস্যায় ভুগছেন এক অসহায় পরিবারের একজন সদস্য! টাকার অভাবে উন্নত চিকিৎসা নিতে পারছেননা! উন্নত চিকিৎসার অভাবে দিন দিন মৃত্যুর দিকে ঝুঁকে পরছিলো এমতাবস্থায় জাগ্রত হৃদয়সংগঠনের সদস্যরা এই তথ্যটি পেয়ে তৎক্ষনাৎতাদের খোঁজ খবর নিয়ে সংগঠনের তহবিল থেকে উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতাপ্রদান করে থাকেন।
উল্লেখ্য, ভোলা জেলা চরফ্যাশন উপজেলার চেয়ারম্যান বাজার মাধ্যমিকবিদ্যালয়ের এস এস সি ২০১৬ ব্যাচের বেশ কিছু শিক্ষার্থীরা মিলে গঠন করেছিল এই মানবিক ও সামাজিক সংগঠন “জাগ্রত হৃদয় সংগঠন”। স্বপ্লসময়ে প্রতিষ্ঠিত হওয়া সংগঠনটি অসহায় মানুষের পাশে যতটুকু দাড়িয়েছে তা সত্যিই প্রশংসারদাবী রাখে ।