ভোলার চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় শামিম (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। রোববার রাতে পৌর সভার ৬নং ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা গুরুতর আহত শামিমকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শামিম জাহানপুর ইউনিয়নের ৮ কপাট এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে এবং জাহানপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র। স্বজনরা জানান, রোববার রাতে শামিম ও তার দুই বন্ধু মিলে বেতুয়া প্রশান্তি পার্কে ঘুরতে যাচ্ছিলেন। পৌর সভার ৬নং ওয়ার্ডের চরফ্যাশন শশীভূষণ সড়কের নাপিত বাড়ির এলাকায় রাস্তায় দেয়া আইলেন্ডের সাথে মোটরসাইকেল ধাক্কা লেগে তিন বন্ধুসহ শামিম মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে। শামিম রাস্তার পাশের গাছের সাথে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। তার সাথে থাকা অপর দুই বন্ধু ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চরফ্যাশন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।