লকডাউন অমান্য করায় ১৪ জনের জরিমানা, ভোলায়।

ভোলায় লকডাউনের নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা ও স্বাস্থ্যবিধি না মানায় ১৪ জনকে ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানিয়েছে, সোমবার থেকে দেশজুড়ে লকডাউনের আওতায় শপিংমল ও দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের দেয়া নির্দেশনা নিশ্চিত করতে জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় লকডাউন উপেক্ষা করে দোকান খোলা রাখা ও মাস্ক না পরার অপরাধে ১৪ জনকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ হাসান।

জেলা প্রশাসক কার্যালয় সূত্র আরও জানায়, লকডাউনে সরকারি নির্দেশনা অমান্য করলে জেল-জরিমানাসহ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।