সাদির হোসেন রাহিম, মেহেদী হাসান মামুন ॥
করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জনসচেতনা বাড়াতে সারাদেশে মাস্ক ও সুরক্ষা সামগ্রী বিতরণ করছে বাংলাদেশ যুবলীগ। এরই অংশ হিসেবে তজুমদ্দিন উপজেলা যুবলীগের সভাপতি মেহেদি হাসান মিশু ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান এর উদ্যোগে তজুমদ্দিন উপজেলা সদর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জনবহুল জায়গায় মাস্ক ও সাবান বিতরণ কর্মসূচি পালিত হয়। ২৮জুন সোমবার বেলা ১২টায় কর্মসূচিতে অংশ নেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা, চাঁদপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শহীদুল্ল্যাহ কিরণ, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন সুমন, সাবেক ছাত্রলীগ সভাপতি আমিন মহাজন, প্রেসক্লাব সভাপতি রফিক সাদী, যুবলীগ নেতা এম নূরুন্নবী, ছাত্রলীগ নেতা তুহিন তালুকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
যুবলীগ সভাপতি মেহেদি হাসান মিশু বলেন, যুবলীগের মানবিক চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নির্দেশে সারাদেশে জনসচেতনতা বাড়াতে সাবান ও মাস্ক বিতরণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে নেয়া কর্মসূচিতে তজুমদ্দিন বাজারের আশপাশে আমরা পথচারীদের সচেতনা বাড়াতে মাস্ক ও সাবান বিতরণ করেছি। যতদিন দূর্যোগ থাকবে, ততদিন যুবলীগের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। যুবলীগ সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, ভোলা-০৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন ভাইয়ের নির্দেশে দিনব্যাপী পথচারীদের মধ্যে মাস্ক ও সাবান বিতরণ করা হচ্ছে। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যুবলীগের নেতাকর্মীরা পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করছেন। আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।