এইচ এম এরশাদ ॥
ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়ন ৬নং ওয়ার্ডের মোঃ আঃ খালেকের ছেলে আঃ মান্নানের একটি গাভীর গলায় ফাঁস দিয়ে এবং যৌনাঙ্গের ভিতর লাঠি ঢুকিয়ে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল ফাঁড়ি পুলিশ পরিদর্শন করেছে। তবে কে বা কাহারা এ ঘটনা ঘটিয়েছে তা চিহ্নিত করা যায়নি। গরুর মালিক আঃ মান্নান জানান, গরুটি রাতে গরু ঘরে (গোয়ালঘর) বেধে রাখি। সকালে উঠে না পেয়ে খুজতে গিয়ে রাস্তার পাশে গিয়ে দেখি গরুটি’র যৌনাঙ্গের ভিতর বাশ ঢুকে মেরে ফেলছে।
গরুটি আর কিছু দিন পর বাছুর দিতো আমার সকল আশা ধ্বংস করে দিয়েছে ওরা। আমি এ হত্যাকারীদের কঠিন বিচার চাই। এদিকে এমন ঘৃণিত ঘটনায় জড়িতদের সুষ্ঠ তদন্তের মাধ্যমে সনাক্ত করে আইনি ব্যবস্থা নেয়ার জোর দাবী জানায় এলাকার সর্বমহল। বোরহানউদ্দিন থানার ওসি মাজহারুল আমিন ঘটনার সত্যতা স্বীকার বলেন, এটা খুবই দুঃখ জনক ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।