ভোলায় প্রেমের ফাঁদে ফেলে দেড় লক্ষ টাকা আত্মসাৎ ॥ নতুন ফাঁদ নারী নির্যাতন মামলায় জড়িয়ে টাকা হাতানোর পাঁয়তারা

ইউসুফ হোসেন নিরব ॥
দৈনিক ভোলা টাইমস্ঃঃ মহামারী করোনা ভাইরাস কেও অতিক্রম করেছে ভোলার পরকীয়া পত্র পত্রিকা খুললেই হেডলাইনে দেখা যায় পরকীয়ার গল্প এই পরকীয়ার ফাঁদে ফেলে পুরুষদেরকে সর্বস্বান্ত করছে কিছু অসৎ চরিত্রের নারী। হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা। প্রতিবাদ করলেই নারী নির্যাতন মামলা। কারণ একটাই, বাংলাদেশে পুরুষ নির্যাতনের আইন নেই, পুরুষ অসহায, সবাই শুধু নারীদের পক্ষে কথা বলে, কিছু অসৎ চরিত্রের নারীরা পুরুষদের জীবন নিয়ে কাঠের পুতুলের মতো যেমন খুশি তেমন খেলে যাচ্ছে নীরবে-নিভৃতে দুমড়ে দুমড়ে কাঁদে পুরুষ। ঠিক তেমনি আজ একজন অসহায় পুরুষ নামের কাঠের পুতুলের করুন কাহিনী আপনাদের সম্মুখে তুলে ধরেছি।

ভোলা সদর উপজেলা পশ্চিম ইলিশা ইউনিয়নের চরপাতা ৮ নং ওয়ার্ড নজির আহমেদ এর ছেলে পাঁচ সন্তানের জনক কালিমুল্লাহ (কালু) অভিযোগ করে বলেন। শালী দুলাভাই প্রেমের নাটক সাজিয়ে আমার থেকে দেড় লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে, দেড় লক্ষ টাকা নেওয়ার পরেও নারী নির্যাতন মামলায় জড়িয়ে আরো টাকা হাতিয়ে নেওয়ার পায়তারা করছে।আমি বিভিন্ন এলাকায় মাছ বিক্রি করি, মৃত শামসুদ্দিন এর স্ত্রী রোকেয়া বেগম ও তার বোনের স্বামী আমির হোসেন আমার সঙ্গে মাছ বিক্রি করে। মৃত শামসুদ্দিন এর স্ত্রী রোকেয়া বেগমের ভগ্নিপতি আমির হোসেন আমাকে তার শ্যালিকার জন্য বিয়ের প্রস্তাব দেয়। আমি, আমির হোসেন কে বললাম আমির হোসেন ভাই আপনি তো জানেন যে আমার স্ত্রী ও দুইটি মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে আপনি কিভাবে আমাকে এই প্রস্তাবটা দিলেন এই কথা বলার পরে আমির হোসেন আমার সাথে বেশ কিছুদিন কথা বলে নাই।

কিছুদিন পর আমির হোসেনের শালিকা মৃত শামসুদ্দিনের স্ত্রী রোকিয়া বেগম আমাকে রাস্তা থেকে শার্টের কলার ধরে টেনে হিঁচড়ে তাদের বাড়িতে নিয়ে যায় এবং চিৎকার চেঁচামেচি করে মৃত শামসুদ্দিনের স্ত্রী রোকিয়া বেগম এর চিৎকার-চেঁচামেচিতে তার বোন ও বোনের স্বামী আমির হোসেন প্লান অনুসারে পাশের বাড়ি থেকে চলে আসে এবং আমার শার্টের কলার ধরে বলে তুই আমার শালিকা কে ধর্ষণ করতে এসেছিস এই বলে চিৎকার-চেঁচামেচি শুরু করলে আশেপাশের লোকজন চলে আসে এবং তারা শালির ডাকে ওই শালীসে আমার ৪৫০০০, হাজার টাকা জরিমানা করা হয়। অনেক কষ্টে ধারদেনা ও সুদে টাকা নিয়ে ওই জরিমানার টাকা পরিষদ করি। জরিমানা ৪৫০০০,হাজার টাকা দিয়েছি কিন্তু এলাকার লোকজন আমাকে ভয়-ভীতি দেখিয়ে আরো এক লক্ষ টাকা পাঁচ হাজার নিয়ে যায় টাকা নিয়েই তারা ক্ষান্ত হয়নি আবারও নতুন করে ষড়যন্ত্রের জাল বুনছে তারা আমার নামে মিথ্যে নারী নির্যাতন মামলা দিয়ে হয়রানি করতেছে প্রকৃত সত্য ঘটনা হল এই যে বিত শামসুদ্দিন এর স্ত্রী রোকেয়া বেগমের সঙ্গে তার বোনের স্বামী আমির হোসেনের পরকীয়া ঢাকার জন্য আমার নামে মিথ্যে মামলা ও বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে অসহায় কালিমুল্লাহ (কালু) কান্নাজড়িত কণ্ঠে বলেন আমাকে মিথ্যে অপবাদ সহ মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে আমি এর ন্যায় বিচার দাবি করছি।

এক প্রশ্নের জবাবে ভোলা ভোলা টাইমস প্রতিবেদক এর কাছে মৃত শামসুদ্দিনের স্ত্রী রকেয়া বেগম তার বোনের স্বামী আমির হোসেন বিয়ের প্রস্তাব দিয়েছিল স্বীকারোক্তি দিয়েছেন এবং রোকিয়া বেগম বলেছেন আমার বোনের স্বামী আমির হোসেন বিভিন্ন সময় আমাকে বিভিন্ন ধরনের কু-প্রস্তাব দিয়েছে এবং বলেছে তুই যদি আমার কথায় রাজি হোস তাহলে তোর টাকা পয়সার অভাব হবে না। এই বিষয়ে পশ্চিম ইলিশা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন আহমেদ বলেন। মৃত শামসুদ্দিন এর স্ত্রী রোকেয়া বেগমের নামে এমন অনেক অভিযোগ রয়েছে এই মহিলা খুবই খারাপ কয়েকদিন আগেও তার সালিশ করেছি এই রোকেয়া বেগম, অসহায় পুরুষদের ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেয়, আপনারা পত্রিকায় নিউজ করুন আমি চেয়ারম্যান হিসাবে আপনাদের সঙ্গে আছি।