দৈনিক ভোলা টাইমস মোঃ জামাল উদ্দিন।।
দৌলতখান গোয়াল ঘরে কাজ করার সময় মনির(৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড এসহাক মুন্সি বাড়ীতে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা দেয় মনির হোসেন ঐওয়ার্ডের মুহাম্মদ ইউনূসের ছেলে। মৃতের স্বজনরা জানায়, মনির প্রতিদিনের ন্যায় মঙ্গলবার বিকেলে ও বৈদ্যুতিক মোটর চালিয়ে গোয়াল ঘর পরিষ্কার করছিলেন এ সময় মোটরে গোলযোগ সৃষ্টি হলে পানির পাইপ ছেড়ে দিয়ে মোটরে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তার সারা শরীরে বিদ্যুতায়িত হলে অচেতন হয়ে মাটিতে পড়ে যায় এ সময় স্বজনেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা দেয়।
এ ঘটনা নিশ্চিত করেন দৌলতখান থানার ওসি বজলার রহমান।