30 June 2021 , 6:23:10 প্রিন্ট সংস্করণ
দৈনিক ভোলা টাইমসঃ
চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনিকে নিয়ে এখন নানা আলোচনা সমালোনা চলছে বোটক্লাব ঘটনাকে কেন্দ্র করে। থানা-পুলিশ করতে হচ্ছে এখন তাকে। তবে তার লাইফস্টাইল নিয়ে অনেকে কান কথা করছেন। তার জবাব দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
পরীমনি তার ভেরিফাইড ফেসবুক পোস্টে লিখেছেন, আজ এসব নিয়েও লিখতে হচ্ছে, ভাবতে কষ্ট হচ্ছে সত্যি। যখন বড় বড় সম্মানিত শিল্পীরাও পিছে রটানো গসিপ নিয়ে আমার দিকে আঙ্গুল তুলতেও ছাড়লেন না আজ! একবার একটু জেনে নিতেই পারতেন চাইলে। যাইহোক, এসব এর একটু পরিত্রাণ দরকার এবার। আমার একটি মাত্র হ্যারিয়ার গাড়ি। যেটি ব্যাংক লোনে চলছে। এবং আমি একটি ভাড়া ফ্লাটে থাকি। আমি আমার আয়ের হিসেব সরকারের কাছে অবশ্যই প্রদান করি। আমি নিয়মিত একজন করদাতা।আমার কোনো ১০ কোটি টাকার বাড়ি বা ৫/৪/৩ কোটি (যেমনটা আপনারা বানালেন আরকি) টাকার গাড়িও নেই। আপনারা দোয়া করবেন, আমাকে নিয়ে আপনাদের এই মহান উচ্চ আশা পূরণ করব ইনশাআল্লাহ। মিথ্যা বা গুজব ছড়ানোর জন্য আপনারা কতোটুকু জয়ী হলেন ভেবে দেখবেন প্লিজ। আপনাদের পরীমণি ।