বিধিনিষেধের তৃতীয় দিনে প্রায় ২০ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক 
দেশে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ চলছে। তৃতীয় দিনে সর্বশেষ তথ্য অনুযায়ী সড়ক পরিবহন আইন অনুসারে জরিমানা করা হয়েছে ১৯ লাখ ২২ হাজার ৫৫০ টাকা। এদিন পুলিশের হাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত গ্রেপ্তার হয়েছে প্রায় আড়াই শতাধিক। তিন দিনে মোট জরিমানা করা হয়েছে ২৯ লাখ ৩১ হাজার ১০০ টাকা ।

শনিবার ডিএমপির (মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস) বিভাগের এডিসি ইফতেখাইরুল ইসলাম বাংলাদেশ জার্নালকে এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশের দাবি, যারা জরিমানা দিয়েছেন এবং গ্রেপ্তার হয়েছেন তারা কঠোর বিধিনিষেধে ঘর থেকে বের হওয়ার কোনো যৌক্তিক কারণ দেখাতে পারেননি। জানা যায়, রাজধানীর তেজগাঁও, শাহবাগ, রমনা, মোহাম্মদপুর, মতিঝিল, মিরপুর, গুলশান থেকে গাড়িগুলোকে জরিমানা ও আটক করা হয়। আটকদের বিভিন্ন মেয়াদে সাজাও দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ডিএমপি সূত্রে জানা গেছে, সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের তৃতীয় দিন পর্যন্ত মোট ১১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জরিমানা করা হয়েছে ২৯ লাখ ৩১ হাজার ১০০ টাকা। এ বিষয়ে ইফতেখাইরুল ইসলাম বলেন, পুলিশ বিধিনিষেধ কার্যকর করতে সক্রিয় আছে। রাজধানীতে অপ্রয়োজনে মানুষজন খুব কমই বের হয়েছে। যারা বের হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কারণ জানাতে না পারলে আটক করা হচ্ছে।

কঠোর বিধিনিষেধে অপ্রয়োজনে বের হওয়াদের জরিমানা করা হচ্ছে।

এদিকে অন্য দুই দিনের চেয়ে রাজধানীতে আজ মানুষের উপস্থিতি বেশি দেখা গেছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সরব উপস্থিতি দেখা গেছে। তবে অলিগলি, কাঁচা বাজার ও নিত্যপ্রয়োজনীয় বাজারের অবস্থা ছিলো আগের মতোই।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাহাতাব উদ্দিন বাংলাদেশ জার্নালকে বলেন, বিধিনিষেধের তৃতীয় দিনেও আইন না মানায় মিরপুর অঞ্চলেই অর্ধ শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। এর আগে (৩০ জুন) বিকেলে কঠোর বিধিনিষেধ প্রতিপালনে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

একইদিন সকালে সংবাদ সম্মেলন ডেকে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, অকারণে কেউ ঘর থেকে বের হলে গ্রেপ্তার করা হবে। দণ্ডবিধির ২৬৯ ধারায় মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হবে।