ভোলার বোরহানউদ্দিনে ডিবির অভিযানে গাঁজা সহ দু্ই মাদক ব্যবসায়ী গ্রেফতার

 গৌরব দাস।।

দৈনিক ভোলা টাইমস্ঃঃ ভোলার সুযোগ্য পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের নির্দেশে দেশের যুব সমাজকে রক্ষা করতে ভোলায় যে মাদক বিরোধী অভিযান শুরু করেছিলেন তারই ধারাবাহিকতা অব্যাহত রাখতে (ডিবি ) অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে মাদক কারবারীদের ষড়যন্ত্র উপেক্ষা করে সফল মাদক অভিযান অব্যাহত রেখেছে ভোলা জেলা ডিবি পুলিশ ।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ওসি শহিদুল ইসলামের নেতৃত্বে আজ শনিবার ০৪:৪৫ ঘটিকায় এস আই মোঃআবুল হোসেন এর দিকনির্দেশনায় বোরহানউদ্দিনের বড় মানিকা ইউনিয়ন ২ নং ওয়ার্ড হইতে মাদক ব্যবসায়ী ১: মোঃ আব্বাস বেপারী (৩২) ২: রনী হাওলাদার (১৯)কে অবৈধ মাদকদ্রব্য ১০০ (একশত) গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেন ডিবি পুলিশ।

এ বিষয়ে ডিবির এসআই মোঃ আসাদুজ্জামান খান এর কাছে জানতে চাইলে তিনি বলেন,আমাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত ছিল , আছে এবং থাকবে ,তিনি আরো বলেন মাদক ব্যবসায়ী মোঃ সিরাজ চৌকিদার এর বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করে তাদের জেল হাজতে প্রেরণ করা হয় ।