4 July 2021 , 6:27:10 প্রিন্ট সংস্করণ
দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন বলিউড অভিনেতা আমির খান ও তার স্ত্রী কিরণ রাও। গতকাল শনিবার তারা বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন।
বিষয়টি বুঝতে পেরে অনুরাগীদের ভিডিও বার্তাই দিয়েছেন মিস্টার পারফেকশনিস্ট। এ সময় তার সঙ্গে ছিলেন কিরণ রাও।
ভক্তদের উদ্দেশে অভিনেতা বলেছেন, ‘আপনাদের নিশ্চয়ই দুঃখ হয়েছে, ভালো লাগেনি। খবরটা জেনে হয়তো অনেকে অবাকও হয়েছেন। কিন্তু আপনাদের জানাতে চাই, আলাদা হয়ে গেলেও আমরা খুশি এবং এখনও একই পরিবারের অংশ।’
https://www.instagram.com/manav.manglani/?utm_source=ig_embed&ig_rid=d0a39a62-d033-4062-bcfc-dbddb5bfd340
এরপরই পাশে চুপ করে বসে থাকা কিরণের হাত ধরেন আমির। তাদের আশ্বাস, সম্পর্কে পরিবর্তন এলেও একে অপরের সঙ্গেই রয়েছেন তারা।
অনুরাগীদের কাছে আমিরের অনুরোধ, ‘আপনারা আমাদের নিয়ে চিন্তা করবেন না। আমরা যাতে খুশি থাকতে পারি, সেই প্রার্থনা করুন।
পুরো ভিডিয়োতে কিরণ একটি কথাও বলেননি। তবে তার সম্মতি সূচক হাসি বুঝিয়ে দিয়েছে আমিরের কথার সঙ্গে সহমত তিনি।