ভোলা টাইমস্ ডেস্ক ॥
আজ ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি তুহিন খন্দকারের শুভ জন্মদিন। ১৯৮৫ সালের এই দিনে এক শুভ ক্ষণে এক সম্ভ্রান্ত পরিবারে মায়ের কোল জুড়ে ভূমিষ্ঠ হয়ে পৃথিবিতে আগমন করেন তুহিন খন্দকার। তুহিন খন্দকার ২০১১ ইং সালে বরিশাল থেকে প্রকাশিত দৈনিক বাংলার বনে পত্রিকার (ভোলা প্রতিনিধি) নিয়োগ পান । পরবর্তিতে দৈনিক আজকালের খবর, সাপ্তাহিক অপরাধ বিচিত্রা, সাপ্তাহিক সাম্প্রতিক বাংলাদেশ সহ বর্তমানে জয়যাত্রা টেলিভিশনের ভোলা জেলা প্রতিনিধি ও বরিশাল বিভাগীয় প্রতিনিধি সমন্বয়ক, ভোলা থেকে প্রকাশিত “দৈনিক ভোলা টাইমস্” পত্রিকার নির্বাহী সম্পাদক, বহুল আলোচিত অনলাইন “দৈনিক স্বদেশে বানী” পত্রিকার প্রকাশ ও সম্পাদক হিসেবে কর্মরত আছেন।
তুহিন খন্দকার ১৯৮৫ সালের ৪ই জুলাই, ভোলার লালমোহনে জন্ম গ্রহন করেন। বাবা মৃত মোস্তাফিজুর রহমান এবং মা বেগম শামসুন নাহার। নয়াভঙ্গনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাজীবন শুরু করেন তুহিন খন্দকার। এরপর বাটামারা মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০০৩ ইং সালে মাধ্যমিক এবং ভোলা সরকারি কলেজ থেকে ২০০৫ ইং সালে উচ্চ মাধ্যমিক এবং ২০০৮ ইং সালে বি.এ (ডিগ্রী) পরীক্ষায় পাস করেন। তিনি বর্তমানে ভোলা পৌরসভার ৯ নং ওয়ার্ডে স্থায়ী ভাবে বসবাস করছেন।