ভোলার দৌলতখান উপজেলায় বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজের কমিটি গঠন করা হয়েছে। এতে ৬১ নম্বর সুকদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাসান আল মামুন সভাপতি, জয়নগর হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জিয়াউদ্দিন কামাল সাধারণ সম্পাদক ও ডাকাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুর রহমান জিলনকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। রবিবার ভোলা জেলা শাখার শিক্ষক সমাজের আহ্বায়ক মজিবুর রহমান স্বাক্ষরিত ও অনুমোদিত এক পত্রে এ তথ্য জানানো হয়। এ কমিটির মেয়াদকাল আগামী তিন বছর পর্যন্ত।
উপজেলা সহকারি শিক্ষক সমাজের কমিটির সম্পাদক জিয়াউদ্দিন কামাল বলেন, প্রাথমিক শিক্ষকদের ন্যায্য দাবিসমুহ বাস্তবায়নের লক্ষ্যে সরকারের কাছে আমরা তুলে ধরবো এবং বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড শিক্ষার্থী ও মা সমাবেশের মাধ্যমে প্রত্যন্তঞ্চলের ঘরে ঘরে পৌঁছে দিবো। নব গঠিত উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষক সমাজের কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মহিবুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান ডাবলু, সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবি সংগঠন।