স্পোর্টস ডেস্ক॥
ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে আগামী ১১ জুলাই অনুষ্ঠিত হবে উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ। করোনার মহামারির কারণে ৯০ হাজার ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামে ৬০ হাজার দর্শক সরাসরি গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ পাবে। তবে রয়েছে একটি শর্ত। ফাইনালের টিকেট পেতে হলে নিতে হবে ভ্যাকসিন। এ বিষয়ে লন্ডনের মেয়র সাদিক খান বলেন, ‘বুধবার থেকে মানুষ অনলাইনে টিকিটের জন্য আবেদন করতে পারবে। ভ্যাকসিনের প্রথম ডোজ নেয়ার জন্য রেজিষ্ট্রেশন করেছে- এমন প্রমাণ টিকিটের আবেদনের সঙ্গে দিতে হবে। লন্ডনে ১৮ বছরের বয়সের বেশি ৬৩ শতাংশ মানুষ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন। এটা ভ্যাকসিন গ্রহণের হার খুব কম। আমি সংখ্যাটা বাড়াতে চাই।’ উল্লেখ্য, ইতোমধ্যেই ইউরো চ্যাম্পিয়নশিপের চলতি আসরের সেমিফাইনালে উঠে গেছে ইংল্যান্ড জাতীয় ফুটবল দল। ফাইনালের উঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ডেনমার্ক। শক্তিমত্তার বিচারে ডেনিশদের চেয়ে এগিয়ে থাকবেন ইংলিশরাই। আর হ্যারি কেন বাহিনী যদি ফাইনালে উঠেই যায়, তবে টিকেটের জন্য চাপ বাড়বে। ক্রেতার সংখ্যাও অনেকাংশে বেড়ে যাবে।