ইকবাল হোসেন রাজু।
দৈনিক ভোলা টাইমসঃঃ ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের মুছাকান্দি গ্রামে পুলিশ সদস্য ইলিয়াস রহমানের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় এ চুরির ঘটনা ঘটে। ঘটনার পর রাতেই ভুক্তভোগী পরিবার ভোলা সদর মডেল থানায় জনৈক শান্ত নামে এক যুবককে সন্দেহজনক হিসেবে অভিযুক্ত করে এজাহার দায়ের করেছেন। অভিযুক্ত শান্ত পাশ্ববর্তী মোসলেউদ্দিনের ছেলে। এজাহারে উল্লেখ করা হয়েছে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ইলিয়াসের স্ত্রী তাছলিমা বেগম ও মেয়ে মোহনা আক্তার ব্যক্তিগত প্রয়োজনে তাদের পাশের বাড়িতে যান। রাত ৮টার দিকে তাঁরা ঘরে ফিরে এসে দেখতে পান ঘরে থাকা স্টিলের আলমারির দরজা খোলা এবং মালামাল ছড়ানো ছিটানো। আলমারিতে থাকা নগদ ৫০ হাজার টাকা ও স্বর্ণের নেকলেস, হাতের বালা, কানের ধুলসহ প্রায় ৪ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে যায় চোর দলের সদস্যরা। এছাড়াও জমির দলিল, ব্যাংকের চেকবই ও ফিক্সড ডিপোজিটের বইসহ অন্যান্য মালামাল নিয়ে যায়। এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত জনৈক শান্ত পূর্বেও একাধিকবার এই ঘরে চুরির ঘটনা ঘটিয়েছে। যা নিয়ে স্থানীয় পর্যায়ে সালিসি বৈঠক করে জরিমানাও আদায় করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শান্তর বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি। এজাহারের তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মো. সোহাগ হোসেন জানিয়েছেন, ঘটনাটির তদন্ত চলছে। তদন্তে অভিযুক্ত শান্ত দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।