মাসুদ রানা,বোরহানউদ্দিন থেকে,,
দৈনিক ভোলা টাইমস::ভোলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীরা নিজেদের অবৈধ ব্যবসা চালানোর স্বার্থে মুখোশ পরে সাধারণ মানুষদের প্রতারিত করছে এমনটাই অভিযোগ উঠেছে এলাম এর বিরুদ্ধে ।কে এই এনাম কি তার পরিচয়…? জিনের বাদশাদের গডফাদার, ভোলার মাদক সিন্ডিকেটের সক্রিয় সদস্য । বোরহানউদ্দিন উপেজলার কাচিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মেখলেছের ছেলে এনাম। ভোলা মাদক সিন্ডিকেটের গডফাদার মাকসুদের সাথে বেশ কিছুদিন আগে ভেদুরিয়া ঘাট থেকে ফেনসিডিলের চালান নিয়ে আসার সময় পুলিশের হাতে আটক হয় এই এনাম ও মাকসুদ ।জামিনে বের হওয়ার পরে এরা কিছুদিনআত্মগোপন থাকার পরে টাকার বিনিময় কথিত অনলাইন নিউজ পোর্টালের সংবাদকর্মীর কার্ড সংগ্রহ করে এনাম, সাংবাদিকের মুখোশ পড়ে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়ন এ জিনের বাদশা ও মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে ।বোরহানউদ্দিনের স্থানীয় সংবাদ কর্মীরা অভিযোগ করে বলেন এনাম ইদানিং নিউজপোর্টালের কার্ড বিক্রি করছে বানাচ্ছে সাংবাদিক ,এই বিষয়টি স্থানীয় সংবাদ কর্মীরা তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে,তারা আরো বলেন যে এনামের মাদক সিন্ডিকেটের সদস্যদের সাংবাদিকের কার্ড দিয়ে মাদক ব্যবসা চালাতে সহজ হবে পুলিশের চোখ ফাঁকি দিতে।
সুতরাং এদের মত অপরাধীরা সাংবাদিকদের মুখোশ পড়ে প্রকৃত সাংবাদিকদের সম্মানহানি ঘটাচ্ছে যা একটি সমাজের জন্য ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।এলাকাবাসী জানান,এই এনামের বর্তমানে এতটা বেপোরোয়া হয়ে উঠেছে। সে জেলা সদরে থেকে তার সহযোগীদের দিয়ে ব্যবসা পরিচালনা করছে। তার অপকর্ম দেখার কেউ নেই।তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। অপরদিকে বোরহানউদ্দিনের পেশাদার সাংবাদিকরা বলেন- সাংবাদিকতার মহান পেশাকে কলুষিত করতে এবং এ পেশার নীতিমালা না থাকায় বর্তমানে মাদকবিক্রেতা,মটর সাইকেল চালক, পানদোকানদার এখন এই পেশায় ষুক্ত হচ্ছে। ফলে এই পেশাটা পেশাদারিত্ব হারাচ্ছে। তার এ সব চিহ্নিত মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন ।