বোরহানউদ্দিন পৌরসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ খাদ্যসামগ্রী বিতরণ

বোরহানউদ্দিন প্রতিনিধি ॥ ভোলা জেলারবোরহানউদ্দিন পৌরসভায় করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন খেটে খাওয়া পরিবহন শ্রমিক,আটো শ্রমিক, রিক্সা শ্রমিক ও অসহায় দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষথেকে খাদ্য সমগ্রী বিতরন করা হয় ।

বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মোঃ রফিকুল ইসলাম,বোরহানউদ্দিন উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান খাদ্য সামগ্রী বিতরণ করেন। শনিবারবিকালে বোরহানউদ্দিন পৌরসভা সংলগ্ন ঈদগাঁ মাঠে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। এসময়েপ্রত্যেকের জন্য দশ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি তৈল, একটি সাবান সহ অন্য অন্য খাবারপ্রায় ৭৫০ জনের মধ্যে বিতরন করা হয়েছে।

আজকের খাবার বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মোঃ রফিকুল ইসলাম, বোরহানউদ্দিন উপজেলার নির্বাহীকর্মকর্তা মোঃ সাইফুর রহমান এবং বোরহানউদ্দিন পৌরসভার সকল কমিশনারগণ সহ বোরহানউদ্দিনপৌরসভার বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারীগণ। ছবি ৬