দৈনিক ভোলা টাইমস্ ঃঃ ভোলায় ২৪ ঘণ্টায় ৫২ জনের নমুনা পরীক্ষা করে নতুন আরো ৩৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ২৯ জন, ভোলা সদর, ১ জন দৌলতখান, ৪ জন বোরহানউদ্দিন ও ১ জন মনপুরা উপজেলার বাসিন্দা ।
সিভিল সার্জন অফিস সূত্র আরো জানা গেছে, ভোলা থেকে এ পর্যন্ত ১৬ হাজার ১৯ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করা হয়েছে।