13 July 2021 , 8:50:38 প্রিন্ট সংস্করণ
আফনান মাসুদ ॥
ভোলায় চলমান লকডাউন পরিস্থিতিতে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করছেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ ভোলা জেলা শাখা। আজ মঙ্গলবার (১৩ জুলাই) ভোলা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে মৎস্যজীবী লীগ এর ভোলা জেলা শাখার সদস্য সচিব মোঃ হাসান আলী খাঁন এর উদ্দ্যেগে দুস্থ ও অসহায় মানুষের জন্য এ ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। দুপুরে মৎস্যজীবী লীগ এর নেতৃবৃন্দকে সাথে নিয়ে প্রায় শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে এই খাবার বিতরণ করেন।
এ সময় মোঃ হাসান আলী খাঁন বলেন, চলমান লকডাউনে সমাজের নিম্নবৃত্ত, খেটে খাওয়া মানুষরা অভাবে পরে গেছেন। তাদের এই চলমান অভাব সাময়িক ভাবে দূর করার লক্ষে আমাদের এই আয়োজন। সংগঠনের পক্ষে ভোলার বিভিন্ন স্থানে আমাদের এই খাবার বিতরণ চলমান থাকবে। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ ভোলা জেলা শাখা যুগ্ম আহবায়ক আলো রানী, সিনিয়র সদস্য আমির হোসেন বেপারি, সদস্য জাহাঙ্গীর হোসেন, মোঃ ইউনুছ, মোঃ কাজল সদর উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক আঃ খালেক জমাদার, যুগ্ম আহবায়ক মোঃ সাজাহান প্রমূখ।