13 July 2021 , 9:50:32 প্রিন্ট সংস্করণ
ডেস্ক রিপোর্ট ॥ করোনা ভাইরাসের ঊর্ধ্বগতি ঠেকাতে সারাদেশে কঠোর লকডাউনের নির্দেশ দেয় সরকার। লকডাউনের শেষ দিনেও ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এর নির্দেশনায় ভারপ্রাপ্ত কর্মকতা ওসি এনায়েত হোসেন এর তত্বাবদায়নে ভোলা সদরে সচেতনতামূলক অভিযান পরিচালনা করে।
অভিযানে দেখা যায় অধিকাংশ ব্যস্ততম শহরগুলো প্রায় জনশূন্য। শুধুমাত্র খেটে খাওয়া কিছু সংখ্যক মানুষ নিজের পরিবারের ক্ষুধা নিবারণের জন্য রাস্তায় নামতে হচ্ছে। এছাড়া মানুষ খুব একটা ঘর থেকে কম বের হচ্ছে। কিছু সংখ্যক বের হচ্ছে তাদের প্রয়োজনের তাগিদে। উপশহরের মার্কেট দোকানপাট সব বন্ধ রয়েছে। ভোলা টু চরফ্যাশন সড়ক থেকে শুরু করে ভোলা সড়ক এবং নতুন বাজার, ইলিশা সড়কগুলোতেও দুই- একটি রিক্সা ও ব্যাটারিচালিত অটোরিক্সা দেখা গেছে।
জরুরি ও নিত্যপ্রয়োজনীয় সার্ভিসের আওতায় (ফার্মেসী, মুদি দোকান, কুরিয়ার সার্ভিস এবং কাঁচাবাজার) সকল প্রতিষ্ঠানের স্বাস্থ্যবিধি মেনে সকল নিরাপত্তা নিশ্চিত করে খোলা রয়েছে।