স্টাফ রিপোর্টার।। ভোলার পৌর আলগীতে জমি জমার বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের ১২ জন আহত হয়ে, ভোলা সদর হাসপাতালে চিকিৎসারত আছেন। ঘটনাটি ভোলা পৌরসভার ২ নং ওয়ার্ডে পৌর আলগীর হাওলাদার বাড়িতে হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৪ জুলাই) সকাল সাড়ে নয়টার দিকে হাওলাদার বাড়ির সামনে রাস্তার পাশে জমিতে আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ির কাজ করে মৃত আব্দুল জলিলের ছেলে সুজন ও তার সহযোগীরা বিষয়টি জানতে পারে নুরুল ইসলাম মাস্টার ছেলেরা গিয়ে বাধা দিয়ে জমি জমা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই গ্রুপে মধ্যে মারধর করে, দা, রড লাটি দিয়ে আঘাত করে রক্তাক্ত অবস্থায় ভোলা সদর হাসপাতালে ভর্তি হয়। তারা হলেন, আমিরুল ইসলাম (২৮) বদরুল ইসলাম (৩৪) মনিরুল ইসলাম (৪০) আজাহারুল ইসলাম (৩২) মাজহারুল ইসলাম (৩৬) হাসিনা বেগম (২৮) এবং সুজন পাটোয়ারী (৩৮) ইয়ামিন (৩০) হাসি বেগম (২৫) কিরন (৩৫) স্বপন (৩০) আছমা (২২) মাকসুদ (২৫)
আহত আজহারুল জানায় , অভিযুক্ত সুজন ও তার শশুরেরা আমাদের ভোগদখলিয় জমি জোর জবরদখল করছে। এ নিয়ে মামলা হয়, পরে স্থানীয় কমিশনার মিজানুর রহমান তাদের বাড়ির কাজ বন্ধ করে দেয়, আগামী শনিবার জমির মাপ ঝোপ করার পরে কাজ করতে বলা হয়েছে কিন্তুু তারা আদালতের নিষেধাজ্ঞা ও কমিশনারের কথ অমান্য করে বাড়ির কাজ চলমান রাখলে আমরা বাধা দিতে গেলে আমাদেরকে সবাই মারধর করে মাথা পাটিয়ে দেয় অভিযুক্তরা।
এদিকে পাল্টা অভিযোগ করে আহত সুজন বলেন আমার জমি নিয়ে কোনো ঝামেলা নাই, ঝামেলা অন্য জমিতে, আমি আমার বাড়িতে কাজ করছিলাম, কিন্তুু তারা পরিকল্পিত ভাবে ৬-৭ জন এসে আমাদেরকে মারধর করে।
এ বিষয়ে মামলার কথা জানতে চাইলে দুই পক্ষই বলেন ভোলা মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনায়েত হোসেন জানান, এ বিষয়ে কেউ আমাদের কাছে অভিযোগ করেনি। অভিযোগ পেয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।