মোঃ বাবুল রানা,
দৈনিক ভোলা টাইমস::ভোলা বোরহানউদ্দিন উপজেলায় জান্নাত বেগম (২০) নামের এক নারী তিনটি সন্তান জন্ম দিয়েছেন। আজ শুক্রবার দুপুরে ভোলা সদরে ফাতেমা মেমোরিয়াল হাসপাতালে তিনি প্রসব করেন, তিনটি সন্তান ছেলে হয়েছে। জান্নাত নেত্রকোনা জেলায় শোষণ দুর্গাপুর উপজেলার চন্ডিঘর ইউনিয়নের নওগাঁ গ্রামের নুর মাহমুদের স্ত্রী। নুর মাহমুদুর পেশায় একজন কৃষক, একসঙ্গে তিন সন্তানের জন্মের খবর শুনে হসপিটালের আশেপাশের ছড়িয়ে পড়লে শত শত নারী-পুরুষ হাসপাতালে এসে ভিড় করেন তিন সন্তানকে দেখার জন্য। তিন সন্তানের শারীরিক অবস্থা ভালো আছে বলে জানান জান্নাত, নবজাতকের মায়ের অবস্থা স্বাভাবিক বলে জানিয়েছেন ডাক্তার খালিদ আহম্মেদ শাকিব।